ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

মহেশখালী প্রতিনিধি ::

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় চায়ের দোকানে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়ে অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন ; এতে আহত হয়েছেন পাঁচজন।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকার আদিনাথ মন্দির সংলগ্ন মেলার উৎসবস্থলে এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতদের মধ্যে একজন আনুমানিক ৪৫/৫০ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৪০/৪৫ বছর বয়সী নারী।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি প্রদীপ বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহেশখালীর আদিনাথ মন্দির সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক আদিনাথ মেলা। প্রতিবছর তিন দিনব্যাপী আয়োজিত মেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থীদের সমাগম ঘটে। মেলা উপলক্ষ্যে নানা পণ্য-সামগ্রী নিয়ে পসরা খুলে বসেছে দোকানীরা।

“ বুধবার সকালে আদিনাথ মেলার উৎসবস্থলে বসা একটি চায়ের দোকানে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ৭ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ”

ওসি বলেন, “ নিহতদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মৃতদেহগুলো দগ্ধ হয়ে বিকৃত হয়েছে। ”
নিহতদের লাশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান প্রদীপ।

পাঠকের মতামত: