ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানায় ১১টি অস্ত্র ও গুলিসহ কারিগর আটক

মহেশখালী প্রতিনিধি :::   মহেশখালীতে গহীন অরণ্যে অস্ত্র তৈরির একটি কারখানায় গতকাল বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই কারখানায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযানের মুখে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তালিকাভুক্ত অস্ত্র কারিগর ইসহাককে (৩২) ১টি বন্দুক সহ গ্রেফতার করে পুলিশ। পরের তার স্বীকারোক্তি মতে ওই কারখানায় তল্লাশি চালিয়ে আরো ১০টি দেশিয় অস্ত্র, ১০টি তাজা কার্তুজ ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল পাহাতলী গ্রামের অলী আহমদের পুত্র বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালীর পাহাড়তলী শূয়র ঘোনা গহীন অরণ্যে একটি কারখানায় অস্ত্র তৈরির খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের পক্ষ থেকে ৪৫ রাউন্ড সহ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ অস্ত্র তৈরির তালিকাভুক্ত কারিগর ইসহাককে একটি বন্দুকসহ আটক করে। পরে পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশিয় তৈরি আরো ১০টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। গ্রেফতার ইসহাক ইতঃপূর্বে পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত খুইল্যা মিয়ার সহযোগী বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে আরো ৩টি অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: