ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে ওষুধ কোম্পানির এমআর’র আত্মহত্যা

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে ওষুধ কোম্পানির এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আত্মহত্যা করেছে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় পৌরসভার রাখাইন পাড়ার ভাড়া বাসায় সে আত্মহত্যা করে বলে জানা যায়।

নিহত ব্যক্তির নাম সঞ্জয় চক্রবর্তী (৩০)। বাবার নাম নারায়ন চক্রবর্তী। তার বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নে বলে জানা যায়।

জানা যায়, নিহত সঞ্জয় চক্রবর্তী দীর্ঘদিন ধরে এরিস্টোফার্মার অধীনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে মহেশখালী উপজেলায় কর্মরত ছিলেন। গত কয়েকদিন আগে বাড়ি থেকে ফিরে তার কর্মস্থলে যোগ দেন।

সন্ধ্যা ৬টায় তার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে তার কাছের লোকজন।

পাঠকের মতামত: