ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে এক ব্যবসায়ী খুন,  আটক ১

সরওয়ার কামাল, মহেশখালী :: মহেশখালী পৌরসভার চরপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের চুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম শাহাজালাল (২০) সে চরপাড়া গ্রামের ফোরকান আহমদ প্রকাশ বাসিন্যার পুত্র। ঘটনাটি ঘটেছে ২০ই জুলাই রাত সাড়ে ১১টার সময়। নিহতের ভাই জাহেদ সওদাগর জানান, রাত সাড়ে ১১টার দিকে মুসল ধারে বৃষ্টি হচ্ছিল।বৃষ্টি হওয়ার পর স্থানীয় নুরুজ্জামান নামের এক যুবক শাহাজালালের রক্তাক্ত দেহ দোকানে পড়ে থাকতে দেখে শাহজালালের ভাইদের খবর দেয়। পরিবারের লোকজন দ্রুত শাহাজালালের দোকানে গিয়ে দেখতে পায় শাহাজালালের পেটে,পীঠে,কোমরে, পায়ে প্রায় ১৫টি চুরিকাঘাত করে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়।ঘটনাস্থলে শাহাজালালের মৃত্যু হয়। নিহত শাহাজালালের পরিবারের ৩ভাই স্থানীয় ভাবে মুদির দোকানের ব্যবসায়ী। সন্ত্রাসীরা খুনের ঘটনা সংগঠিত করার পূর্বে বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ চলে গেলে শাহাজালাল আইপিএস চালু করে। ধারণা করা হচ্ছে আইপিএস চালু করলে সন্ত্রাসীদের চিনতে পারায় তাকে এলোপাতাড়ি খুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় অপরাধিরা।খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস।বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পাঠকের মতামত: