ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মহাসড়কে জেব্রা ক্রসিং স্থাপনে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : জেব্রা ক্রসিং স্থাপন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী পূরণ করছে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, আল ফরমুজ লেচুমা করিম আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ দ্বারে জেব্রা ক্রসিং স্থাপন করে সংগঠনটি।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে সংগঠনে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যগণের সার্বিক সহযোগিতা ও অত্র সংগঠনের আন্তর্জাতিক শাখা (মক্কা)র অর্থায়নে সেবা প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ উদ্যোগ হাতে নিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানান। অপরদিকে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমগির হোসেন, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান সহ সংগঠনের উপদেষ্ঠা মাঈন উদ্দিন, ঈদি আমিন চৌধুরী, আবু সাঈদ, শফিকুল ইসলাম সহ স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকগণ।

জানতে চাইলে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ চকরিয়া নিউজকে বলেন, কক্সবাজার জেলার অন্যতম সামাজিক সংগঠন খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। নিজস্ব উদ্দ্যোগে সংগঠনের ইতোমধ্যে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সুনাম অর্জন করেছে। তিনি আরো বলেন, খুটাখালীতে ৬ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শিক্ষার্থী মহাসড়ক দিয়ে চলাচল করছে। এ ব্যস্ততম মহাসড়ক দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে আসা-যাওয়ায় প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করছে। এতে কমবেশি ঘটছে দুর্ঘটনাও। এদিকে খুটাখালীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে পথচারী ও শিক্ষার্থীদের প্রাণের দাবী ছিল একাধিক জেব্রা ক্রসিং। তারই ধারাবাহিকতায় খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি এ কর্মকাণ্ডে নেমে পড়ে।

শিক্ষা খাত ও জনস্বার্থে এমনই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এতে সকলের দোয়া কামনা করেন সংগঠনটির ওই সভাপতি।

পাঠকের মতামত: