নিজস্ব প্রতিবেদক ::
চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাগরিক কমিটি ব্যানারে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক। আজ বৃহস্পতিবার বেলা ১১টার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক চকরিয়া নিউজকে বলেন, ‘তিনি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে পৌরশহরকে পরিকল্পিত পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত চকরিয়া শহর গড়ে তোলা হবে। পৌরসভার উন্নয়ন কাজ হবে জনগণের জবাবদিতামুলক। প্রতি বছর পৌরসভার সব রকম উন্নয়ন কর্মকাণ্ড জনগণতে বুঝিয়ে দেওয়া হবে। কতটুকু কাজ করছি তা নিয়ে আমি জনগণের মুখোমুখি হবো। পৌরসভায় কোন সিন্ডিকেট ভর করতে পারবে না।’
নির্বাচনে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার দেওয়ার সময় তিনি আমাকে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন। তিনি এইও বলেছেন আসন্ন নির্বাচনে সর্ব শক্তি দিয়ে এমন একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবেন যেটা সারাদেশে একটি মাইল ফলক হয়ে থাকবে।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘ এই নির্বাচনে আমি যেন-তেনভাবে বিজয়ী হতে চাই না। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। তিনি নির্বাচনে জয়ী হওয়ার আশা ব্যক্ত করে চকরিয়া নিউজকে বলেন, ‘আগে মানুষ মেয়র এর কাছে যেত, আমি নির্বাচিত হলে আমি জনগণের কাছে যাবো। জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’
পাঠকের মতামত: