ঢাকা,সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মগনামায় বিএনপির নেতা-কর্মীর ঘরে ঘরে পুলিশী তল্লাশীর অভিযোগ

ovijog_1নিজস্ব প্রতিনিধি.পেকুয়া:

মগনামায় বিএনপির নেতা-কর্মী ও ধানের শীষের কর্মীদের ঘরে ঘরে পুলিশী তল্লাশী চালিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম। গতকাল নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ওয়াসিম বলেন, তারা নির্বাচন কমিশনের সমস্থ আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও প্রশাসন একতরফিয়াভাবে তার নেতা-কর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তল্লাশী চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরী করে সুষ্ঠু ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। তিনি বলেন, তার প্রতিপক্ষ সরকারী দলের প্রার্থী রাত গভীর পর্যন্ত মিটিং মিছিল ও প্রচারণার মাইকিং করলেও পুলিশ তাদেরকে কোন প্রকার বাঁধা দিচ্ছেনা। এতে করে ভোটারদের মনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সহ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনপ্রকার প্রতিকার পাচ্ছেনা। ধানের শীষের প্রার্থী ওয়াসিম অবিলম্বে তার নেতা-কর্মী ও সমর্থকদের উপর প্রশাসনের অবৈধ হয়রানি বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানান। অন্যথায় জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্ঠা করা হলে যেকোন পরিস্থিতির জন্য পেকুয়া থানার ওসি ও প্রশাসনের কর্মকর্তারা দায়ী থাকবেন বলে জানান।

 মগনামায় ভোট কেটে নেয়ার হুমকিতে আতংক!

নিজস্ব প্রতিনিধি.পেকুয়া :

পেকুয়ার মগনামা ইউপির ৬ নং কেন্দ্রের ভোট কেটে নেয়ার প্রকাশ্য হুমকিতে প্রতিদ্বন্ধী প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে চরম আতংক বিরাজ করছে। স্থানীয় লোকজন জানিয়েছে, মগনামা ইউনিয়নের ৬নং ইফাদ সাইক্লোন সেল্টার কেন্দ্রের পাশে আমিনউল্লাহ বাপের বাড়ীর মৃত মোসলেম উদ্দিনের ছেলে প্রভাবশালী এয়ার মোহাম্মদ একজন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট কেটে নেয়ার হুমকি ধমকি দেয়া শুরু করায় প্রতিদ্বন্ধী ওই ওয়ার্ড়ের ৪জন মেম্বার প্রার্থী ও ৪,৫ও ৬ নং ওয়ার্ড় এর সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সহ চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয় লোকজন বলেন, এয়ারমোহাম্মদ প্রভাবশালী ও অবৈধ অস্ত্রধারী ব্যাক্তি ইতিমধ্যে সে কয়েকটি গুলাগুলির ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। প্রশাসন বিহিত ব্যবস্থা না নিলে ওই কেন্দ্রে সুষ্টুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেনা।

পাঠকের মতামত: