ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ভূমি দস্যু সন্ত্রাসীদের প্রতিহত করে যোগ্যদের নেতৃত্বে আনতে হবে : সালাহ উদ্দিন সিআইপি

Salah-Uddin-Ahmed-CIP_1প্রেসবিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী ৩১ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেছেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনে সৎ, যোগ্য ও আদর্শিক নেতাদের নেতা নির্বাচিত করতে হবে। চাঁদাবাজ, ভূমি দস্যু, সন্ত্রাসী ও কালো টাকা নির্ভর ব্যক্তি যারা টাকা দিয়ে দলের নেতাকর্মীদের কিনে নিয়ে দলকে কুক্ষিগত করতে চাইছে তাদেরকে কাউন্সিলের মাধ্যমে প্রতিহত করতে হবে। এ ধরণের নেতারা নেতৃত্বে আসলে বঙ্গবন্ধুর আদর্শ ভূলুন্ঠিত হবে। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন এগিয়ে যাবে না। তাই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে এখানে সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার। গতকাল ২৭ জানুয়ারী চকরিয়া, চকরিয়া পৌরসভা ও টেকনাফে আওয়ামীলীগের তালিকাভূক্ত কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি এদিন দুপুরে টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের তালিকাভূক্ত কাউন্সিলদের সাথে হোটেল পউষিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাষ্টার নাজমুল হক, মোহাম্মদ ইউসুপ ভূট্টো, জাবেদ ইকবাল চৌধুরী, ফিরোজ আহমদ চৌধুরী, আবদুল গণি, ইসলাম সিকদার, কাইছার উদ্দিন, আলহাজ্ব সোনা আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে ফিরতি পথে তিনি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, এইচ.কে আনোয়ার ও জাফর আলম চৌধুরী’র সাথে দেখা করে মতবিনিময় করেন এবং সম্মেলনের সফলতা কামনা কারেন। এদিন সন্ধ্যায় চকরিয়ার ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারে সালাহ উদ্দিন আহমেদ সিআইপি চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের তালিকাভূক্ত কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, লায়ন কমরুদ্দিন আহমেদ, এড. শাহ আলম, অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, সেলিম উল্লাহ এম.এ, সাংবাদিক জহিরুল ইসলাম, ছৈয়দ আলম কমিশনার, ফজলুল করিম সাঈদী, জামাল উদ্দিন জয়নাল, মুজিবুল হক রতন, এড়. শহীদুল্লাহ চৌধুরী, মুজিবুুল হক চৌধুরী, আশরাফ উদ্দিন প্রমুখ। এসব মতবিনিময় সভায় অধিকাংশ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলরগণ আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজার জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে সভাপতি নির্বাচিত করে জেলা আওয়ামী লীগকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো ও জেলা আওয়ামী লীগকে আদর্শিকভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মতামত: