ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় দেড় হাজার পিস  ইয়াবাসহ ইয়াসিন আরফাত (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টৈটং ইউপির হাজি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আরফাত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সামশুল আলমের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া সার্কেল তৌফিকুল ইসলাম ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি সিএনজি চালিত অটোরিক্সা ইয়াবা পাচার হচ্ছে। টৈটং হাজি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিক্সার যাত্রী আরফাত নামে একজনকে তল্লাশী করলে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন।

পাঠকের মতামত: