ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ব্যালেট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদেরকে শপথ নিতে হবে -শাহজাহান চৌধুরী

ফারুক আহমদ, উখিয়া ॥   কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিনা ভোটে আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছে। খুন, গুম ও ব্যাপক রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে আওয়ামীলীগের মন্ত্রী এমপিরা অঢেল সম্পদের মালিক হয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিনা দোষে অন্ধকার কারাগারে রেখে নির্বাচন দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্থরের নেতাকর্মীদেরকে ব্যালেট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য শপথ গ্রহণ করতে হবে।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে উখিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বাসভবনে উখিয়া বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আমন্ত্রণে বক্তব্য রাখেন, কক্সবাজার বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী।

উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, এম. বাদশা মিয়া চৌধুরী, চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, কাজী হেলাল উদ্দিন, টেকনাফ বিএনপির সহ-সভাপতি মেম্বার সোলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, এডভোকেট আব্দুল মান্না, উখিয়া বিএনপির সহ-সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদ, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন সভাপতি মনির আহমদ চৌধুরী, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহজাহান, রাজাপালং উত্তর ইউনিয়ন মেম্বার মহি উদ্দিন, হলদিয়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি জামাল মাহমুদ, হলদিয়া উত্তর ইউনিয়ন সভাপতি মেম্বার সাইফুল সিকদার, জালিয়াপালং দক্ষিণ ইউনিয়ন সভাপতি মেম্বার সোলতান আহমদ, জালিয়াপালং উত্তর ইউনিয়ন সভাপতি মেম্বার ফজলুল কাদের চৌধুরী, রতœাপালং ইউনিয়ন সভাপতি এম. গফুর উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ শফি সওদাগর, যুবদলের সভাপতি আহসান উল্লাহ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত: