প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে প্রথম বীচ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় কক্সবাজার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ৫ টি স্বর্ণ ৭ টি রৌপ্য এবং ৪ টি ব্রোঞ্চ পদক নিয়ে পদক তালিতায় ও আছে ১৬ জেলার মধ্যে সবার শীর্ষে। ২৯ ও ৩০ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতের বীচের বালিয়াড়িতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কক্সবাজার সহ ১৬ টি জেলার প্রায় ৩ শতাধিক তায়কোয়ানডো প্রতিযোগি অংশ নেয়। সেখানে কক্সবাজারের পক্ষে স্বর্ণ পদক অর্জন করে আখতারুজ্জামান লিমন,নাহিদুল হুদা অভি,আসমা উল হুসনা হ্যাপি, নৌরিন হুদা অমি, ও ¯িœগ্ধা। এছাড়া রৌপ্য পদক অর্জন করে লিয়াকত আলী, সাকিব বিন আবেদীন, ওমর ফারুক রিপন,সাবি, কির্তি আজম, নূর মোহাম্মদ, এবং ব্রোঞ্চ পদক অর্জন করে আবদুল্লাহ খান, হালিমা, নুসরাত, মোরশেদ রেজা। কক্সবাজার তায়কোয়ানডো কোচ মোঃ আবদুল্লাহ বলেন তায়কোয়ানডো একটি আর্ন্তজাতিক ক্রীড়া ইভেন্ট এই খেলা সঠিক ভাবে পৃষ্টপোষকতা করলে কক্সবাজারে ছেলে মেয়েরা একদিন বিদেশে দেশের নাম উজ্জল করবে। ৩০ অক্টোবর বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, এস্পো¯œার প্রতিষ্টান ওয়ালটনের মার্কেটেং হেড ইকবাল বিন আয়োনোয়ার ডন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সম্পাদক হারুন উর রশিদ, নির্বাহী সদস্য শাহিনুল হক মার্শাল।
পাঠকের মতামত: