ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিএনপির নয়াপল্টন অফিস ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক ::

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে। ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি নেতাকর্মীদের আশঙ্কা যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। বিএনপি কার্যালয়ে অবস্থানরত দলটির কর্মী সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৮ই ফেব্রুয়রি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হঠাৎ রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে।

সারাদেশের বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ।
এর আগে গত ১লা ফেব্রুয়ারি বিএনপির নয়া পল্টন অফিসের বিদ্যুৎ লাইন, ডিশ লাইন ও টেলেফোন লাইন কেটে দেয়ার অভিযোগ করে দলটির নেতারা। ৩০ শে জানুয়ারি বিকেলে বেগম খালেদা জিয়া আদালত থেকে বাসায় ফেরার সময় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে কদম ফোয়ারার মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের প্রিজন ভ্যান ভেঙে আগেই আটক করা বিএনপির দুই নেতাকে ছাড়িয়ে নেয় দলটির নেতারা। এতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ। এর পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ১২ শতাধিক বিএনপি নেতাকর্মী আটকের অভিযোগ করেছে দলটি।

পাঠকের মতামত: