বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, সরককারিভাবে নিষিদ্ধ গাইড বই ব্যবহার এবং প্রাইভেট–কোচিং কোনভাবে চলতে দেয়া হবে না বান্দরবান জেলায়। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করানোর জন্যে অভিভাবক ও শি কদের মধ্যে সমস্বয় সৃষ্টির লক্ষ্যে নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসক কঠোর ভাষায় বলেন, প্রাইভেট ও কোচিং বন্ধে এবং গাইডবই ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গত রোবার জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃৃতিক ইনষ্টিটিউটের সভাকক্ষে নতুন পুস্তক উৎসবে ছাত্র–শিক্ষক সমাবেশে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
বান্দরবানে কোচিং ও গাইডবই বন্ধে ভ্রাম্যমান আদালত
![](https://chakarianews.com/wp-content/uploads/2017/01/images.duckduckgo.com_.jpg)
পাঠকের মতামত: