ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের রেডিও অ্যানাউন্সারস ক্লাবের নতুন কমিটি গঠিত

চকরিয়া নিউজ ডেস্ক::  বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ঘোষক-ঘোষিকাদের সংগঠন রেডিও অ্যানাউন্সারস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমাকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এবং টিটিএনের প্রধান নির্বাহী তৌফিকুল ইসলাম লিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া। সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট আবু হায়দার ওসমানী। সভায় সর্ব সম্মতিক্রমে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি- সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্যদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, নির্বাহী সভাপতি দীপক বড়ুয়া, সহ-সভাপতি রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক জোৎস্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক তাপস বড়ুয়া, অর্থ সম্পাদক সুমি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন এবং কার্যকরী সদস্য যথাক্রমে সাংবাদিক সুনীল বড়ুয়া, সাংবাদিক শহীদুল ইসলাম, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া,এডভোকেট প্রতিভা দাশ ও তানজিন সিদ্দিকা মুনিয়া। সভার প্রথম পর্বে বিদায়ী সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া ও বিদায়ী সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম নতুন কমিটি গঠনের আহবান জানান এবং নির্বাচিত কমিটির সদস্যদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বেতারে নতুন তালিকাভুক্ত ঘোষক ঘোষিকাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার সিদ্বান্ত এবং অনতিবিলম্বে সদস্য ফরম পূরণ করে সদস্যপদ দেওয়ার সিদ্বান্ত গ্রহন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এডভোকেট আবু হায়দার ওসমানী বলেন, রেডিও’র মাধ্যমে প্রান্তিক জনগোষ্টির কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর গুরুদায়িত্ব পালন করেন ঘোষক-ঘোষিকারা। সংকটে- সম্ভাবনায় ঘোষক ঘোষিকারা বেতারের মাধ্যমে রাস্ট্রীয় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঘোষক-ঘোষিকাদের মান উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার তাগিদ দেন। এ সময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েল, অধ্যাপক সিরাজুল হকসিরাজ,অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা,জয়নাল আবেদীন, মোহাম্মদ রুহুল আমিন,এডভোকেট প্রতিভা দাশ,শামীম আক্তার,তাপস বড়ুয়া, দীপক বড়ুয়া,তানজিন সিদ্দিকা মুনিয়া,তৌফিকুল ইসলাম লিপু,অধ্যাপক জোৎস্না ইয়াসমিন ও সুমি দাশ বক্তব্য দেন। সভা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পাঠকের মতামত: