ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বহদ্দারকাটা ক্রীড়া উন্নয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বিএমচর ইউনিয়নস্থ বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফিফা’র আদলের ন্যায় বহদ্দারকাটা
ক্রীড়া উন্নয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলতি মৌসুমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটায় উদ্বোধনী খেলায় সম্প্রীতির বান্দরবান ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে কোনাখালী ফুটবল একাডেমী উড়ন্ত শুভ সূচনা করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম।
উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদারুল হক সিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন, লোহাগড়া মোস্তফা গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান, দৈনিক খোলা কাগজ ও দৈনিক সাঙ্গু’র চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এম.মনছুর আলম, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার আলম, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইব্রাহিম খলিল, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আক্তার হোছাইন, মোহাম্মদ ইছহাক, সাবেক প্যানেল চেয়ারম্যান জিয়াদুল ইসলাম সেলিম, সাবেক ইউপি সদস্য নুরুল কাদের, বর্তমান ইউপি সদস্য জাকের আহমদ, এরশাদ হোছাইন, মাস্টার আরিফুল ইসলাম আরিফ, হাফেজ মিজানুর রহমান, সাগরসহ বহদ্দারকাটা
ক্রীড়া উন্নয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে ফুটবল টুর্নামেন্টের অতিথিবৃন্দ বিজয়ী ফুটবল দল কোনাখালী ফুটবল একাডেমীর খেলোয়াড় আবিরের হাতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওযা হয়।

উক্ত খেলা পরিচালনায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো: আলী হোসাইন, সহকারি রেফারি দায়িত্ব ছিলেন এরফান উদ্দিন ও আবু নঈম লিটন।#

পাঠকের মতামত: