ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাড: জহিরুল ইসলামের ইন্তেকালে চকরিয়া উপজেলা চেয়ারম্যানের শোক

এম.জিয়াবুল হক, চকরিয়া :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক , কক্সবাজারের সাবেক গভর্ণর, সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত আইনজীবী ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল ইসলামের শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

করোনা সংক্রমণের ফলে চকরিয়া উপজেলা পরিষদস্থ সরকারি বাসভবনে আইসোলেশনে থাকা উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী এক বিবৃতিতে বলেছেন, বরণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট জাহিরুল ইসলামের ইন্তেকালে চকরিয়া উপজেলা পরিষদ গভীরভাবে মর্মাহত। উপজেলা পরিষদের পক্ষথেকে আমি মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারঁ মৃত্যুতে কক্সবাজারের রাজনীতি এবং কক্সবাজারের আপামর জনসাধারণ একজন সুযোগ্য অভিভাবক হারিয়েছে। বাঙ্গালী জাতি হারিয়েছেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী একজন বীর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের সংবিধান প্রণয়নে তারঁ ভূমিকা ছিলো অপরিসীম। সর্বোপুরি অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে দেশবাসি হারিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী একজন দেশপ্রেমিক মানুষ। মহান আল্লাহ তাকেঁ জান্নাতবাসী করুন। আমিন

পাঠকের মতামত: