ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বমুবিলছড়িতে শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে পছন্দের কমিটি গঠন!

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে ভর করেছে। এসব নয়ছয়ের পেছনে বর্তমান প্রধান শিক্ষক মৌলভী নুরুল মোস্তফাকে দায়ী করে আসছেন অভিভাবক, আজীবন দাতা সদস্য ও পরিচালনা কমিটির অনেক সদস্য। এই অবস্থায় অপকর্ম ধামাচাপা দিতে গোপনে বিদ্যালয় পরিচালনায় নতুন কমিটি গঠন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বর্তমানে জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ অভিযোগ করেছেন, ‘প্রধান শিক্ষক নুরুল মোস্তফা বিদ্যালয় ব্যবস্থাপনার নতুন কমিটি নির্বাচন আয়োজনে অনিয়মের আশ্রয় নিয়েছেন। সংশ্লিষ্টদের অবগত না করে অনেকটা গোপনে পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন। যাহা সম্পূর্ন বিধিবহির্ভূতভাবে করা হয়েছে। তাই এই কমিটি অভিলম্বে বাতিল করতে হবে।’

এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা চকরিয়া নিউজকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং নীতিমালার আলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে।’

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক দাবি করেছেন, ‘বিদ্যালয়ের কোনোক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি। সবকিছু মেনেই নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যাঁরা বাইরে এসব অভিযোগ করছেন তারা বিদ্যালয়ের কেউ নন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’

পাঠকের মতামত: