ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বন রক্ষায় প্রয়োজনে কালবাহিনী (র‌্যাব) ব্যবহার করা হবে -জাফর আলম এমপি

মনির আহমদ, কক্সবাজার।:  প্রধান অতিথি সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচীব আলহাজ্ব জাফর আলম এমএ বলেন, বনজ সম্পদ, গাছ ও পাহাড় এবং বনভুমিকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এ ব্যাপারে বনবিভাগকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় প্রয়োজনে কালবাহিনী (র‌্যাব) ব্যবহার করা হবে। শনিবার ৭ অক্টোবর সকাল ১০ টায় বিনামূল্যে চারা বিতরন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান চকরিযা ফাসিয়াখালী বন রেঞ্জ কার্যালয়ের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

“গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি”স্লোগানকে সামনে রেখে অনুষ্টিত চারা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদরের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র দাস, ফুলছড়ির সহকারী বন সংরক্ষক শীতল পাল। অন্যান্যদের মধ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোং মেহেরাজ উদ্দিন, ডুলাহারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী, বিট কর্মকর্তা আবুল কালাম সহ বনকর্মকর্তা, বন কর্মী, উপকার ভোগী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সাংসদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচীব আলহাজ্ব জাফর আলম এমএ ডুলাহারাস্থ ফাসিয়াখালী রেঞ্জ কার্যালয় প্রাঙ্গনে একটি চারা রোপন করে অনুষ্টানের উদ্ভোধন করেন।

 

পাঠকের মতামত: