চকরিয়া প্রতিনিধি ::
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যের বনাঞ্চল উজাড়ের দায়ে বনদুস্য তোফাইল আহমদকে বুধবার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
তোফাইল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গাইনাকাটা গ্রামের মৃত আহমদ কবিরের ছেলে।
তোফাইলের বিরুদ্ধে মাদকের কারবার, বনাঞ্চল উজাড়সহ বনদস্যুতা, পাহাড় নিধন ও এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে অসংখ্য মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন জেলও খেটেছে।
নতুন করে বন উজাড়ের মামলায় আদালত কর্তৃক দুই বছরের কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক কে এম মোর্শেদুল আলম।
তিনি জানান, আজিজনগর বন্যপ্রাণি অভয়ারণ্য বিটের অধীন বনাঞ্চল উজাড়ের দায়ে বিট কর্মকর্তা (ফরেস্টার) কাজী আবদুল কাদের বাদী হয়ে ২০১২ সালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এ মামলার শুনানি শেষে গতকাল বুধবার রায় দেন আদালতের বিচারক।
পাঠকের মতামত: