জে.জাহেদ, চট্টগ্রাম :
চট্টগ্রামের বাঁশখালি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২১ মাঝি মাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে।
১৮ জুন সোমবার বাঁশখালীর পুইছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান সুলতানুল কবির চৌধুরী ২১ জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ৭ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরাতে যাওয়া ৩ ট্রলারের মধ্যে একটি ট্রলার ২১ জেলেসহ নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর কারো লাশ পাওয়া যায়নি এখনো। তিনি অবিলম্বে নিখোঁজ ২১ জেলের সন্ধান দাবি জানান কোষ্টগার্ড ও স্থানীয় প্রশাসনের কাছে।
তিনি আরো বলেন, বর্তমানে বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের জেলে পল্লীগুলোতে চলছে শোকের মাতম।
এদিকে, একই এলাকার মাঝি ২১জন নিখোঁজ হলেও তাৎণিকভাবে সন্ধায় তাদের নাম জানা যায়নি। বর্তমানে তাদের কোনো খোঁজ না পাওয়ায় এসব পরিবারে এখন চলছে কান্নার রোল আর হারানোর হতাশা।এ ব্যাপারে বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন আহমেদ (০১৭১৩-৩৭৩৬৪৮) জানান, “গভীর সাগরে ২১জন মাঝিমাল্লা সহ মাছ ধরার একটি নৌকা নিখোঁজ বলে জিডি করেছেন । এছাড়া কোন তথ্য নেই জিডিতে।
তারপরেও আমরা অনুসন্ধান চালচ্ছি। ব্যাপারটি আমরা কোস্টগার্ডকেও জানিয়েছি। কিন্তু এখনো আমরা নিখোঁজ মাঝিমাল্লাদের কোনো খোঁজ পাইনি।”
তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান চলবে বলে তিনি জানান।
পাঠকের মতামত: