কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ ঘোষণা দিয়েছেন। আজকে যারা শিশু তারাই ২০৪১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা সঠিক নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে। তিনি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বার্ষিক ক্রীড়া, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী পুরস্কার বিতরণ এবং “বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল চন্দ্র শর্মা। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শ্রীরাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, বিপুল সেন, পৌর পূজা কমিটির দপ্তর সম্পাদক শুভ দাশ। উপস্থিত ছিলেন-মাস্টার ট্রেইনার অসিত দাশ, কম্পিউটার অপারেটর আশীষ কুমার দত্ত, ফিল্ড সুপারভাইজার মদন চন্দ্র রায়, অফিস সহায়ক জয় কৃষ্ণ দে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন মৃদুল মল্লিক। পরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
18
পাঠকের মতামত: