ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ফিজিক্স অলিম্পিয়াডে এবার ঢাকায় যাচ্ছে ঈদগাঁওর সাত শিক্ষার্থী

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ফিজিক্স অলিম্পিয়াড কক্সবাজার আঞ্চলিক ভেন্যুতে নির্বাচিত ৭১ জন খুদে বিজ্ঞানীর মধ্য এবার ঈদগাঁওর সাতজন শিক্ষার্থী ঢাকায় যাচ্ছে, বিজ্ঞানকে জয় করতে। ২২ ডিসেম্বর শুক্রবার কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে (লিখিত পরীক্ষার মাধ্যমে) ৭১ জন কৃতি শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হয়। তৎমধ্য ককসবাজার সদরের ঈদগাঁওর সাতজন খুদে শিক্ষার্থী রয়েছে। ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন করেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহা। কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরীর তত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী পরীক্ষার খাতা মূল্যায়ন করে তিনটি ক্যাটাগরীতে ৭১ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করেন। তৎমধ্য ঈদগাঁওর সাতজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরীতে স্থান লাভ করতে সক্ষম হয়। ক্যাটেগরী- এ ( সপ্তম-অষ্টম শ্রেণি) ষষ্ট হয়েছে- ঈদগাও আদর্শ শিক্ষা নিকেতনের শাহরাত ফাহিম, ইত্তেহাদুল ইসলাম, শফিকুল ইসলাম। ক্যাটেগরী- বি (নবম ও দশম শ্রেণি) দ্বিতীয় হয়েছে ঈদগাও আদর্শ শিক্ষা নিকেতনের রবিউল কবির, তৃতীয় : ঈদগাও আদর্শ শিক্ষা নিকেতনের আহসান শরীফ, চতুর্থ : ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের নুরজাহেদ হোসেন ও তানিম রহমান। ষষ্ঠ : ঈদগাও আদর্শ শিক্ষা নিকেতনের আসিফুল হাসান। এ ব্যাপারে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম আমাদের ককসবাজারের এ প্রতিনিধিকে মুঠোফোনে অত্র বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড়ে ঢাকায় যাচ্ছেন বলে জানান। উল্লেখ্য যে, আগামী বছর (২০১৮) জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে কক্সবাজার ভেন্যুতে বিজয়ী ৭১ জনের মধ্য ঈদগাঁও থেকে সাতজন অংশ নেবে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে পর্তুগালে অনুষ্টেয় ৪৯তম আর্ন্তজাতিক ফিজিক্স অলিম্পিয়াড ও ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে।

পাঠকের মতামত: