আগামী ২৩ এপ্রিল অনুষ্টিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাইনউদ্দিন মোহাম্মদ শাহেদ নির্বাচনে না থাকার সিদ্বান্ত নিয়েছেন। নির্বাচনী প্রচারণায় সুষ্ট পরিবেশ না থাকার অভিযোগ তুলে তিনি বুধবার বিকালে পৌরসভার সায়মা প্লাজাস্থ নিজের ব্যবসায়ীক অফিসে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। তার এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অবহিত করেছেন বলে জানান।
ফাসিয়াখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও কক্সবাজার জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মোহাম্মদ শাহেদ লিখিত বক্তব্যে বলেন, ২৩ এপ্রিল অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে আমি ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিল করি। প্রতিক বরাদ্ধ পেয়েছি আনারস। কিন্ত এলাকায় ভোটারদের মন জয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর লোকজনের টানা হুমকি ও বাঁধার শিকার হই। এসব ঘটনা প্রশাসনকে অবহিত করলেও তাঁরা আমলে নেয়নি। ফলে বিপন্ন হয় নির্বাচনের সুষ্ট পরিবেশ। তাই চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।
পাঠকের মতামত: