ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেমে ব্যর্থ হয়ে শিশুর শ্লীলতা হানি

এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ৩১ জানুয়ারী ॥

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং পশ্চিম পাইন্যাশিয়ার চাকাকাটা গ্রামের প্রবাসি জাকের হোসেনের শিশু কন্যাকে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে বখাটে মো: আয়াছ বেদড়ক পিটিয়ে আহত করেছে। শনিবার সকালে পাইন্যাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পাইন্যাশিয়ায় একটি বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে স্থানীয় আবদুল খালেকের পুত্র বখাটে মো: আয়াছ ওই শিশুকে (১০) উত্যক্ত করে। শিশুটি চিৎকার দিলে লম্পট আয়াছ তার শ্লীলতা হানি ও মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছে। শিশুর মা তাহেরা বেগম জানান, হেল্প কক্সবাজার এনজিও’র সহযোগিতায় আমার শিশু কন্যা উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কক্সবাজার জেলা নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এইচএম এরশাদ ও আবুল কাশেম এ ঘটনার নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ লম্পট আয়াছকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

পাঠকের মতামত: