ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

‘প্রতিরক্ষা চুক্তি করতেই একের পর এক জঙ্গি নাটক’

bnp-newsফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতেই দেশে একের পর এক জঙ্গি নাটক সাজানো হচ্ছে।’

রবিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় রিজভী বলেন, ‘আসছে ৭এপ্রিল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সময় দেশটির সঙ্গে সামরিক চুক্তির কথা বলছে বিভিন্ন গণমাধ্যম।’

‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘এটি এখন আর দেশের মানুষ বিশ্বাস করে না। জঙ্গিদের খুঁজে পাওয়া আস্তানা নিয়েও জনগণের মনে সন্দেহ আছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ভারতের সঙ্গে হতে যাওয়া প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের চোখ ভিন্ন দিকে নিতে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। এ চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে।’

পাঠকের মতামত: