ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা পরিষদের ত্রান বিতরণ

নাজিম উদ্দিন, পেকুয়া ::  ‌কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের পক্ষে কর্মহীন ও হতদরিদ্র জনগোষ্টীর মাঝে উজানটিয়া ইউপিতে ত্রান সামগ্রী বিলি করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (২জুলাই) বিকেলে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এসব ত্রান সামগ্রী বিতরন করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে  দাড়িয়ে উপকারভোগিরা এসব খাদ্র সামগ্রী  গ্রহন করেন।

ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আজিম, উজানটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মিজবাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন, পেকুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, যুবলীগ নেতা পারভেজ সিকদার, সোহেল, তাঁতীলীগ নেতা কাইয়ুম রেজা, ছাত্রনেতা ফারুক আজাদ, টিপু সোলতান, আমির হামজা, মেহেদী হাসান প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানায়,উপজেলা পরিষদের পক্ষ থেকে উজানটিয়া ইউপিতে শতাধিক পরিবারকে খাদ্র সামগ্রী বিলি করা হবে। পরিষদের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন অব্যহত রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জনগোষ্টীদের এসব ত্রান বিলি করা হবে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে,১৫কেজি চাল, ১কেজি ডাল,সয়াবিন তেল ১লিটার,চিড়া ১কেজি।

পাঠকের মতামত: