ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় চুরি, থানার দালাল, পল্লী বিদ্যুতের মিটার বাণিজ্য বন্ধের দাবী

নিজস্ব প্রতিনিধি. পেকুয়া ::   পেকুয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল করিমের সভাপতি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, ইসলামী ব্যাংক বাংলাদেশ পেকুয়া শাখার ম্যানেজার মনির উদ্দিন। বক্তব্য রাখেন বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, উজানটিয়া ইউপির চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলাম চৌং, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) বখতিয়ার উদ্দিন চৌং, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মাহাবুব ছিদ্দিকী, মগনামা ইউপির চেয়ারম্যান ওয়াসিম, শহীদ জিয়া বি এম আই অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌং, পেকুয়া মডেল সরকারী জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া থানার ওসির প্রতিনিধি এস আই ইয়াকুব, উপজেলা আ’লীগের সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, শীলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুজ্জাম ওয়ারেচী, উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ^াস, বারবাকিয়া রেঞ্চ কর্মকর্তা আব্দু গফুর, পল্লী বিদ্যু পেকুয়ার ইনচার্জ কিবরিয়া, সাংবাদিক এস এম হানিফ প্রমুখ। সভায় বক্তারা পেকুয়া উপজেলার আইনশৃংখলা দিন দিন অবনতি হচ্ছে বলে দাবী করেন। কেন না পেকুয়ায় দিন দিন চুরি ছিনতাইর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাই পুলিশ প্রশাসনকে দায়ী করে বক্তারা। এমনকি উপজেলা পরিষদের ডরমেটরি চুরি, সহকারী কমিশনার(ভূমি) সালমা ফেরদৌসের বাসা চুরি, পেকুয়া বাজারস্থ ডিসি রোড়ে প্রতিনিয়ত চুরি ও ছিনতাই হচ্ছে। থানায় দিন দিন দালাল বৃদ্ধি পাচ্ছে এসব টাওট বাড়পারদের নামের তালিকা থানায় টাঙ্গিয়ে দেওয়ার জন্য ওসির প্রতি নিদের্শ দেন। মগনামা নেভালে বিকালে পুলিশ টহল দেওয়ার জন্য নিদেশ দেন, এমনকি পেকুয়ায় দিন দিন রাত ১২ টার পর রাস্তায় বহিরাগতদের আনা গোনা লক্ষ্য করা যাচ্ছে। পেকুয়ার সদর ইউনিয়নের চরভাঙ্গা এলাকায় পল্লী বিদ্যুতের মিটারের নামে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের যোগসাজসে বিভিন্ন জন থেকে টাকা আদায় করে মিটারের নামে হয়রানি শুরু করছে একটি দালাল চক্র, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ অফিসকে দালাল মুক্ত করতে হবে তাহলে গস্খাহকরা হয়রানি হবে না।

পাঠকের মতামত: