ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইয়াবাসহ তিনজন আটক

নাজিম উদ্দিন, পেকুয়া ::   কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৭৫পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।শনিবার (২৫জুলাই) রাত ৮টার দিকে পেকুয়া বাজারস্থ ইউপির দিঘি সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নুরুল আলমের ছেলে শাহেদ ইকবাল (৩৯) আবুল হোসেনের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২১) ও পূর্ব গোঁয়াখালী এলাকার রফিক আহম্মদের ছেলে মনির হোসেন (২৪)।

পেকুয়া থানার এসআই কাজী আব্দুল মালেক জানায়, গোপন সংবাদে জানতে পারি ইউপির দিঘির সংলগ্ন এলাকায় ইয়াবা বিকিকিনি হচ্ছে।

পুলিশের দল অভিযান চালিয়ে ৭৫পিস ইয়াবাসহ তিনজনকে আটক করি। আটককৃতদের মধ্যে শাহেদ ইকবাল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। জেলও খেটেছেন বহুবার।

জেল থেকে এসে শাহেদ ইকবাল ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। অপর দুইজন খুচরা ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।

পাঠকের মতামত: