ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ৫৫ বছর পর উৎসব মুখর পরিবেশে মাদ্রাসা কমিটির ভোট

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় দীর্ঘ ৫৫ বছর পর ফাঁশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। এদিন সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। তিনটি অভিভাবক পদে ৬জন প্রতিন্দীতা করছেন। নির্বাচনে ১২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জানান, বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন প্রতিষ্ঠাতা পদে এডভোকেট হেলাল উদ্দিন, দাতা সদস্য পদে আবুল হোসেন শামা, শিক্ষক প্রতিনিধি পদে সহকারী অধ্যাপক সেলিনা পারভিন, সহকারী মৌলানা নুর মুহাম্মদ ও সহকারী শিক্ষক মঈনুদ্দিন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস বলেন, বিগত ১৯৬৮খ্রিস্টাব্দে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এরপর পরিচালনা কমিটির নির্বাচন হয়নি। প্রতিষ্ঠার পর এবারই প্রথম পরিচালনা কমিটির নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হচ্ছে। মাদ্রাসারা শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। তবে ফলাফল ঘোষনা করতে একটু দেরী হবে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো উপজেলাজুড়ে। ভোট দিতে শত শত নারী পুরুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাভাবে ভোট দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পেকুয়া থানা পুলিশও দায়িত্ব পালন করছেন। এদিকে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, পেকুযা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরীসহ সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তারা ভোট চলাকালীন সময়ে ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: