পেকুয়া প্রতিনিধি :::
পেকুয়ায় সংঘর্ষে মার্কিন নাগরিকসহ আহতের ঘটনায় পেকুয়া থানায় ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০জনকে আসামি করে মামলা রুজু হয়েছে। গত ১১জানুয়ারী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী বকসুচৌকিদার পাড়ার মুক্তিযুদ্ধা ডা.আফতাব উদ্দিনের ছেলে আমির আশরাফ রুবেল বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। যার নং-০৫/১৭। মামলায় আসামি করা হয়েছে গোঁয়াখালী এলাকার ফতেহ আলী মাতবর পাড়ার নুরুল আজিম চৌধুরীর ছেলে আসিফ সাজ্জাত, জামিল সাজ্জাত সুইট, সাঈদ সাজ্জাত, নুরুচ্ছপার ছেলে সাজ্জাত পারভেজ, শাকিল সাজ্জাত, নুরুল কাইয়ুমের ছেলে কামরুল ও মৃত.দলিলুর রহমানের ছেলে নুরুল আজিম চৌধুরী। এছাড়া ১৫-২০জনকে অজ্ঞাত আসামি করে মামলায়। মামলাসুত্রে জানা গেছে গত ১১জানুয়ারী সকালে বিবাদিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মগনামা ধারিয়াখালীস্থ শফিউল আজম চৌধুরীর মালিকানাধীন জায়গা দখল করতে যায়। এ সময় শফিউল আজম চৌধুরী নিষেধ করলে তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। তাকে উদ্ধারের জন্য জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আমির আশরাফ রুবেল ওই স্থানে যায়। এ সময় আসামিরা তাকেও কুপিয়ে আহত করে। বর্তমানে তারা দু’জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা গেছে শফিউল আজম চৌধুরী ফতেহ আলী চৌধুরী বাড়ির মৃত.দলিলুর রহমানের ছেলে। তিনি বিগত ৩০-৪০বছর মার্কিন যুক্তরাষ্ট্রে (আমেরিকায়) অবস্থান করছেন। সেখানকার নিউইর্য়াক শহরে পরিবার পরিজন নিয়ে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। নিউইর্য়াকস্থ চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি। সম্প্রতি তিনি দেশে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ওইদিন তাকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পাঠকের মতামত: