ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

পেকুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে দুই জামায়াত নেতা কারাগারে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় গায়েবানা জানাযা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন- উপজেলা জামায়াতের মজলিশে সুরার সদস্য বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির রাজাখালী বেশারাতুল উলুম ইসলামীয়া কামিল মাদ্রাসার এমপিওভুক্ত আরবী প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু।

আজ সোমবার (২৯অক্টোবর) দুপুরে বিজ্ঞ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫১জন জামায়াতের নেতাকর্মী আত্মসমর্পণ করলে ৪৯জনের জামিন মঞ্জুর করে দুই শীর্ষ জামায়াত নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।

বিজ্ঞ আদালতে পিপি নজরুল ইসলাম লিটন দুই জামায়াত নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পেকুয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দারসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছিল।

গত ১৫ আগস্ট বেলা তিনটার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে হামলার ঘটনা ঘটে। ১৬ আগস্ট পুলিশ বাদী হয়ে প্রায় দেড়শত জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে ৮সপ্তাহের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ এর নির্দেশ প্রদান করেন। আজ (সোমবার) আত্মসমর্পণ করলে দুইজনের জামিন না মঞ্জুর করেন।

পাঠকের মতামত: