ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা মিয়াজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম (২) একই এলাকার মিশুক চালক শফিউল আলমের কন্যা।

ইউপি সদস্য নুরুল আবছার জানায়, মা কাজে ব্যস্ত ছিল। মরিয়াম ওঠানে খেলছিল। সবার অগোচরে খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মরিয়ম। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে। এদিকে শিশু মরিয়মের করোন মৃত্যতে পরিবারে চলছে শোকের মাতম।

পাঠকের মতামত: