ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ ফাহিম (৫) নামে এক শিশু মারা গেছে।

রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাজি মার্কেটস্থ রঙ্গিখালের পূর্বকূল গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুকুরে ডুবে মারা যাওয়া ফাহিম উপজেলার সদর ইউপির শেখের কিল্লা ঘোনা এলাকার বাসিন্দা চৌমুহনীর ব্যবসায়ী মোঃ ইলিয়াছের ছেলে।

নিহত শিশুর পিতা মোঃ ইলিয়াছ জানান, শনিবার সকালে শিশু ফাহিম তার মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে জানতে পারি শিশুদের সাথে খেলা করার সময় পরিবারের সবার অজ্ঞাতে পাশের পুকুরে পড়ে যায়। দ্রুত তারা পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুজিবুর রহমান বলেন, শিশু ফাহিম পানিতে পড়ে গেলে পরিবার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসলেও শিশুটি আগেই মারা যায়।

পাঠকের মতামত: