ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নদীর চরে মিলল নবজাতকের লাশ

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় নদীর চরে মিলল নবজাতকের পলিথিন মোড়ানো লাশ। উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট সংশ্লিস্ট কুতুবদিয়া চ্যানেলের চর থেকে নবজাতকের এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২২ এপ্রিল সকাল ৮ টার দিকে অর্ধগলিত এ মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্র জানায়, ওই দিন ভোরে মগনামার পশ্চিমের জেটিঘাট এলাকায় নবজাতকের এ লাশটি দেখতে পান স্থানীয়রা। ভোরে কুতুবদিয়া চ্যানেলে পোনা আহরন করার সময় মৎস্য জীবিরা এ লাশটি চরে দেখতে পান। তারা নবজাতকের মৃতদেহটি চর থেকে উদ্ধার করে কুলে নিয়ে যায়। পলিথিন মোড়ানো ছিল।

স্থানীয়রা জানায়, চরের শুকনা অংশে সেটি পলিথিন মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছিল দু’তিন আগে কে বা কারা এ নবজাতককে পলিথিন মুড়িয়ে হত্যা করে। চরে ফেলে চলে যায় তারা। পুলিশকে অবহিত করা হয়। এ সময় ওই দিন সকাল ৯ টার দিকে পেকুয়া থানার এস,আই সুমন সরকার জেটি ঘাট থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।

এস, আই সুমন সরকার জানায়, ইউডি মামলা রুজু হয়েছে। লাশটি ফ্রোজেন করার ব্যবস্থা চলছে। এটি অত্যন্ত অমানবিক ও নিষ্টুরতা। নবজাতক নিষ্পাপ কেন এ ভাবে একটি জীবনকে হত্যা করা হয়। পুলিশ ক্লু উৎঘাটনের চেষ্টা করছে।

পাঠকের মতামত: