ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় দু’সপ্তাহে ১৪টি বসতবাড়িতে চুরি

churiপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় গত দু’সপ্তাহের ব্যবধানে অন্তত ১৪টি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার (৬সেপ্টম্বর) উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা আঁধাখালী এলাকায়।একটি বসত বাড়িতে চুরি সংঘটিত হয়। স্থানীয় সুত্রে জানা যায় ওইদিন রাতে চোরের দল ওই এলাকার পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিনের বাড়িতে হানা দেয়। রান্না ঘরের দরজা ভেঙ্গে মুল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় মোবাইল, কাপড় চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ মুল্যবান সামগ্রী নিয়ে যায়। এদিকে পেকুয়ায় হঠাৎ চুরির উপদ্রব বেড়ে গেছে। গত পনের দিনের ব্যবধানে মেহেরনামার আঁধাখালী, চড়াপাড়া, লীজপাড়ায় অন্তত ২০টির অধিক বসতবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল প্রতিদিন কোন না কোন বাড়িতে হানা দিয়ে লুটে নিচ্ছে স্ববর্স। স্থানীয় সুত্রে জানা গেছে গত ২৩ আগষ্ট একই রাতে ওই এলাকায় অন্তত ১৩টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গভীর রাতে হানা দিয়ে চুরের দল এসব বসতবাড়ি থেকে নগদ টাকা, মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানায় গত ২৩আগষ্ট রাতে মেহেরনামা আঁধাখালী এলাকায় ৬নং ওয়ার্ড় আ’লীগ সভাপতি কাইছার উদ্দিন ভুট্টোর বাড়িতে চুরি সংঘটিত হয়। একই রাতে একই এলাকার শাহাব মিয়া, জাফর আলম, মৌ. নোমান, মোস্তাক আহমদ, নাজেম উদ্দিন, মো.কালু, মৌ. নাছির উদ্দিন, লীজপাড়ার মৌ. আমির হোসেন, খামু, ভেলুয়ার মার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। স্থানীয়রা জানায় এর কিছু দিন পুর্বে ওই ওয়ার্ড়ের ইউপি সদস্য জিয়াবুল হকের বাড়িতেও চুরি সংঘটিত হয়েছে।

পাঠকের মতামত: