ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় এবার সিএনজির ভিতর মিলল ২১৬ পিস বিয়ার, সিএনজিসহ আটক-১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় ২১৬ পিস (হান্টার) বিয়ার ও সিএনজিসহ ১ জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় টৈটং হাজি বাজারস্থ স্টেশনে সিএনজি চালক বিয়ারগুলো পাচারকালে পেকুয়া থানার এসআই নাজমুল হোসেনসহ একদল পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকার আবুল হোসেনের ছেলে নাজমুল হাসাস বলে নিশ্চিত করেন এসআই নাজমুল হোসেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজি বাজার স্টেশন এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি তল্লাশি করে ২১৬ পিস বিয়ার পাওয়া যায়। একই সাথে সিএনজিটি জব্দ করার পাশাপাশি চালক নাজমুলকে আটক করা হয়।

ওসি আরো বলেন, পেকুয়ার আঞ্চলিক মহাসড়ককে মাদক পাচারের সড়ক হিসেবে ব্যবহার করতো ব্যবসায়ীরা। সড়কটিতে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ইয়াবার বিশাল চালান আটক করার পর বিয়ারের চালান আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিঁনি।

পাঠকের মতামত: