ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আগামীকাল শুক্রবার পেকুয়ায়

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: দেশের ৫৬ হাজার বর্গ মাইল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক স্কলারদের নিয়ে আগামীকাল শুক্রবার পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে পেকুয়া বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম পার্শ্বে অবস্থিত ঐতিহাসিক বৃহত্তর সাবেক গুলদী তাফসীর ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল।

এতে অধিবেশন অনুসারে সভাপতিত্ব করবেন যথাক্রমে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম বদিউল আলম ও উত্তর মেহেরনামা মনিরুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা শহিদ উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম(বি.অনার্স, এম.এ)। সকাল ৯ টা থেকে রাত ১ টা পর্যন্ত দিগন্ত ফাউন্ডেশনের ৩য় তম দিনব্যাপী উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনায় অংশ নিবেন সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, আল্লামা ড. লুৎফর রহমান, আল্লামা তারিক মুনাওয়ার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা মিজানুর রহমান আল আজহারী, মাওলানা হাফেজ মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

দিগন্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু জানান, মাহফিলের প্রস্তুতি সম্পন্ন। ইনশাল্লাহ আগামীকাল ০৬ ডিসেম্বর নির্দিষ্ট সময়ে মাহফিল সম্পন্ন হবে। একইসাথে তিনি সর্বস্তরের তৌহিদি জনতাকে মাহফিলে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

দিগন্ত ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দূরদূরান্ত থেকে আগত শ্রোতাদের জন্য মাহফিলের পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থার পাশাপাশি স্বল্পমূল্যে উন্নত মানের খাবার সরবরাহের ব্যবস্থা থাকবে।

পাঠকের মতামত: