মাহাবুবুর রহমান. কক্সবাজার ::
পূঁজি বাজারে অব্যাহত দরপতনে দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগ কারীরা,শেয়ার বাজারে অব্যাহত দরপতন রুধে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেদ নেওয়ার দাবীতে মানববন্ধক কর্মসূচী পালন করেছে। ২৯ অক্টোবর বেলা ১১ টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় কক্সবাজারের বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় বক্তারা বলেন,২০১০ সাল থেকে এখনো শেয়ার বাজারে ধারাবাহিত দরপতন অব্যাহন আছে। আগে সে সমস্ত শেয়ার গুলো ৪০০ টাকা ছিল সেটা এখন ১৫ টাকা,আর ৭০০ টাকার শেয়ার ২২ টাকা এবং ৬০ টাকার শেয়ার বর্তমানে মাত্র ৩ টাকাতে এসে ঠেকেছে। মূলত স্টক এক্সটেঞ্জ কর্মকর্তাদের অব্যাহত অনিয়ত দূর্নীতি এবং নি¤œমানের শেয়ার অর্ন্তভ’ক্ত করার কারনে এই ধ্বস নামছে বলে মনে করেন বিনিয়োগকারীরা।
তাদের দাবী দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেদ না নিলে এই শিল্প শেষ হয়ে যাবে। এতে বক্তব্য রাখেন পুজিঁ বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কক্সবাজারের সভাপতি আলী আহামদ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহেল,সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাশ,প্রচার সম্পাদক রাসেদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন শামসুল ইসলাম,রফিক আহামদ,তোফাজ্জেল হোসেন,জিয়াউল হুদা প্রমুখ।
পূঁজি বাজারে অব্যাহত দরপতনে দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগ কারীরা,শেয়ার বাজারে অব্যাহত দরপতন রুধে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেদ নেওয়ার দাবীতে মানববন্ধক কর্মসূচী পালন করেছে। ২৯ অক্টোবর বেলা ১১ টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় কক্সবাজারের বিনিয়োগকারীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় বক্তারা বলেন,২০১০ সাল থেকে এখনো শেয়ার বাজারে ধারাবাহিত দরপতন অব্যাহন আছে। আগে সে সমস্ত শেয়ার গুলো ৪০০ টাকা ছিল সেটা এখন ১৫ টাকা,আর ৭০০ টাকার শেয়ার ২২ টাকা এবং ৬০ টাকার শেয়ার বর্তমানে মাত্র ৩ টাকাতে এসে ঠেকেছে। মূলত স্টক এক্সটেঞ্জ কর্মকর্তাদের অব্যাহত অনিয়ত দূর্নীতি এবং নি¤œমানের শেয়ার অর্ন্তভ’ক্ত করার কারনে এই ধ্বস নামছে বলে মনে করেন বিনিয়োগকারীরা।
তাদের দাবী দ্রুত এ বিষয়ে সরকারের পদক্ষেদ না নিলে এই শিল্প শেষ হয়ে যাবে। এতে বক্তব্য রাখেন পুজিঁ বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কক্সবাজারের সভাপতি আলী আহামদ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহেল,সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাশ,প্রচার সম্পাদক রাসেদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন শামসুল ইসলাম,রফিক আহামদ,তোফাজ্জেল হোসেন,জিয়াউল হুদা প্রমুখ।
পাঠকের মতামত: