ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি, এলাকায় আতংক

সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। বৃহষ্পতিবার, ৩ আগস্ট রাত ১ টার দিকে পিএমখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাতলী গ্রামের মৃত মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে বাদশা মিয়ার বাড়ির পাশর্^বর্তী গোয়াল ঘরে এ চুরির ঘটনা ঘটে।

গৃহকর্তা বাদশা মিয়া জানান- তাঁর গোয়াল ঘরে ৮টি গরু ছিলো। কেবলমাত্র দুটি বাছুর ছাড়া বড় ৬টি গরু অজ্ঞাত চোরের দল গোয়াল ঘরের লোহার দরজা ভেঙ্গে নিয়ে যায়। চুরি হওয়া ৬টি গরুর মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। চুরির পর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর হদিস মেলেনি।

এ ঘটনায় নিরুপায় হয়ে তিনি শুক্রবার, ৪ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত: