অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা বাজার বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ স্কুলের দুটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ১০২ ভোট। এর মধ্যে প্রায় ৪ ঘণ্টায় দুই কেন্দ্র মিলে মোট ভোট পড়েছে হয়েছে মাত্র ৬০টি।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত এই দুই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রায় শূন্য। এছাড়া দুই কেন্দ্রে ১৫টি বুথে রেডিও মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. মাহমুদুর রহমানের কোনো এজেন্টকে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে এই প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাঠকের মতামত: