ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পালিয়ে থেকেও বন মামলার সাজাপ্রাপ্ত আসামীর রক্ষা হয়নি

গিয়াস উদ্দিন, পেকুয়া ::  বন মামলায় আদালতের দেওয়া সাত মাসের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়েছিলেন রিদোয়ান কবির।

পেকুয়া থানা পুলিশের চৌকষ এএসআই মিজবাহ উদ্দিন নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে আজ ১ নভেম্বর ঈদগাহ এলাকা থেকে রিদোয়ান কবিরকে গ্রেফতার করে। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী ফজুর মোরা গ্রামের কালু মিয়ার পুত্র।

পেকুয়া থানা পুলিশ সূত্র জানায়, একটি চকরিয়া জৈষ্ট বিচারিক হাকিম আদালত কর্তৃক একটি বন মামলায় ৭মাসের সাজা প্রদান করে। সাজার পর থেকে রিদোয়ান কবির গ্রেফতার এড়াতে পলাতক ছিল

পেকুয়া থানার এএসআই মিজবাহ উদ্দিন ভূঁইয়া জানা, বন মামলায় ৭মাসের সাজাপ্রাপ্ত আসামী রিদোয়ানকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পাঠকের মতামত: