ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পল্লী বিদ্যুতের কান্ড : ঈদগাঁওর ৫ ইউনিয়নে ২ দিনের অন্ধকার

আতিকুর রহমান মানিক, কক্সবাজার :::b-k

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নে ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঈদগাঁও ইউনিয়নের কিয়দংশসহ জালালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী ও ভারুয়াখালী ইউনিয়নে রবি ও সোমবার ২ দিন যাবৎ বিদ্যুৎ বন্ধ থাকায় এখন ভুতড়ে অবস্হা বিরাজ করছে। এর মধ্যে কেবলমাত্র সোমবার ভোররাতে একঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ ছিল বলে জানা গেছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজিরবিহীন উদাসীনতা ও খামখেয়ালীপনার ফলে অন্ধকারে ডুবে রয়েছে বিশাল উপরোক্ত এলাকা। এতে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গ্রাহক এরশাদ বলেন,  কোনপ্রকার পূর্ব ঘোষনা ছাড়াই রবিবার সকাল থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়। সারাদিন এ অবস্হায় থাকার পর রাতে মিসকল দেয়ার মত কয়েকবার বিদ্যুৎ আসলেও পরে চলে যায়। এরপর সোমবার ভোররাতে একঘন্টা বিদ্যুৎ সরবরাহ দেয়ার পর আবারো লাইন বন্ধ করে দেয়া হয়। এভাবে গত ২ দিন ধরে উপরোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ার গৃহিনী জান্নাতুন নাঈম বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগে রবিবার রাতে বসতভিটার সুপারী বাগান থেকে সুপারী চুরি করে নিয়ে যায় চোরেরা।  সোমবার সারাদিনও উপরোক্ত ৫ ইউনিয়নে বিদ্যুৎ ছিলনা। এ ব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফায়সাল আহমেদ  বলেন, লাইনে রক্ষনাবেক্ষন কাজ চলছে। এজন্য মাইকিং করা হয়েছে বলে দাবী করে তিনি বলেন, বিকাল ৪ টায় বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক হবে। কিন্তু সোমবার বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত যথারীতি বিদ্যুৎ আসেনি বলে জানিয়েছেন জালালাবাদ পূর্ব ফরাজী পাড়ার গ্রাহক শাকের উল্লাহ।

পাঠকের মতামত: