ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পটিয়াতে  ইয়াবা সহ  পাচারকারী আটক

মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া থেকে ::  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ইয়াবা সহ মোঃ  খোরশেদ আলম  (২৫) নামে ১ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,পটিয়া সার্কেল।

গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন ( মঙ্গলবার)  সকাল  সাড়ে ৮ ঘটিকায়,উল্লেখিত স্থান হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেলের (পটিয়া) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে  ইয়াবা পাচারকারী খোরশেদকে ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন । ধৃত আসামী কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী পালংখালী ষ্টেশনস্থ  জনৈক  নবীউল হকের পুত্র।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময়  জিরো টলারেন্স,মাদক বিষয়ে কোন অাপস নেই, আমাদের নিয়মিত প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে,আজকের ধৃত আসামী খোরশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় ২০১৮ মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু  করা হয়েছে ।

তাছাড়া সে আগেও অনেকবার ইয়াবা পাচারের সাথে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে ।  মাদকদ্রব্য নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন ।

পাঠকের মতামত: