প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাসের হুমকি মামলায় কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীসহ ৪ বিএনপি নেতাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
আসামিরা রোববার কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জেলা জজ মীর শফিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন-কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নুরুল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সালাম কুতুবী, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রকাশ্য জনসভায় আসামিরা প্রধানমন্ত্রী শেখ হসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হত্যা এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেন। এরই প্রেক্ষিতে জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি আসমিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রোববার আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে যান।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঈনউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত: