ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়ি’র ঘিলাতলীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামে এক প্রবাসী ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম কুলসুমা আক্তার (৩২)।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের আলী হোসনের মালেয়েশিয়ান প্রবাসী পুত্র মুফিজুর রহমান স্ত্রী
কুলসুমা আক্তার (৩২) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিকাল ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কুলসুমার মরদেহ উদ্ধার করে সুরতহাল ও পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় নিয়ে যায়। মরদেহটির সুরতহাল করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ বলেন,প্রাথমিক ভাবে কুলসুমা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কি কারনে আত্মহত্যা করেছে, এই বিষয়ে কিছু জানি না। আমারা কুলসুমার গলায় দাগের চিহ্ন  দেখতে পেয়েছি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক বলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের আলী হোসনের মালেয়েশিয়ান প্রবাসী পুত্র মুফিজুর রহমান স্ত্রী কুলসুমা আক্তার (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছি। মহিলার গলায় দাগের চিহ্ন আছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি সুরতহাল করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর, মৃত্যুর মূল কারণ জানা যাবে।

পাঠকের মতামত: