ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

দেড় লাখ রোহিঙ্গা শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এম.এ আজিজ রাসেল ::   আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৪১৮ জন রোহিঙ্গা শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। একই সাথে তাদের নিউট্রেশন পরিমাপও করা হবে। পরিমাপের ফলাফল অনুযায়ী দেয়া হবে স্বাস্থ্য সেবা। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সিভিল সার্জন আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মতিন বলেন, বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাদের স্বাস্থ্যের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। এখানে বিভিন্ন সংস্থার সহায়তায় সরকার তাদের পরিপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়েছে। যার ফলে তারা এখন সম্পূর্ণ সুস্থ। তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে এবার পুষ্টি সেবার প্রথম রাউন্ডে রোহিঙ্গা শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১৬ হাজার ৭৬৬ জনকে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ বয়সের ১ লাখ ৩৫ হাজার ৬৫২ জন রোহিঙ্গা শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাপসুল খাওয়ালে শিশুদের শরীরের ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণ হবে। এতে কোন ক্ষতি হবে না। ক্যাম্পেইনে ওইসব রোহিঙ্গা শিশুদের পুষ্টিও পরিমাপ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। পরিমাপের ফলাফল মোতাবেক দেয়া হবে স্বাস্থ্য সেবা। এই ক্যাম্পেন সফল করতে ৯০টি টিম কাজ করবে। প্রতি টিমে ১০জন করে মোট ৯০০জন সদস্য থাকবে। আর ০ থেকে ৫৯ মাস শিশুরা এই ক্যাম্পেইনের আওতায় থাকবে না। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রঞ্জন বড়–য়া রাজন। এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ এর নিউট্রেশন অফিসার জাহিদ মনির, নিউট্রেশন বিশেষজ্ঞ জোসেফ, সিভিল সার্জন অফিসের প্রধান অফিস সহকারি মোঃ রফিকুল ইসলাম।

পাঠকের মতামত: