ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

‘দেশের প্রধান অর্থনৈতিক জোন ও শিক্ষা নগরী হবে কক্সবাজার’

6প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেছেন কক্সবাজার শিক্ষা সাংস্কৃতি এবং অর্থনীতিতে অনেকদুর এগিয়েছে। বর্তমান সরকার কক্সবাজারকে ঘিরে যে মেঘা প্রকল্পসমুহ বাস্তবায়ন করছে তা সম্পন্ন হলে দেশের প্রধান অর্থনৈতিক জোন হবে এ পর্যটন রাজধানী। গতকাল বিকালে ককসবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলে অনুষ্ঠিত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারিদের পরিবারবর্গের মিলনমেলায় উপরোক্ত কথা বলেন। কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কেএম রমজান আলীর আমন্ত্রনে শিক্ষা বোর্ডের ২ শতাধিক কর্মকর্তা- কর্মচারি বিদ্যালয়ে পৌছলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। অতিথিদের সৌজন্যে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব কান্তি দে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বিদ্যালয়ের শিক্ষার ক্রমোন্নয়নের প্রশাংসা করে বলেন প্রতিষ্ঠানটি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ হয়েছে নানা কো-ক্যারিকুলাম কর্মকান্ড এবং ধারাবাহিক ফলাফলের কারনে। তিনি বিদ্যালয়ের কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার টাকার বই উপহারের দেন।
বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোডের্র চেয়ারম্যানের নেতৃত্বে ২ শতাধিক অতিথি কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলে পৌছলে তাদেরকে প্রধান শিক্ষক কেএম রমজান আলীর নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন। মিলনমেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড েেথকে আসা অন্যান্য অতিথিরা হলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আবদুল মুবিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক প্রসেনজিৎ পাল, অমল বড়ুয়া, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, বিদ্যালয় পরিদর্শক কাজি নজিমুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক আবুল মনছুর ভুইয়্যা, সহকারি বিদ্যালয় পরিদর্শক মোঃ আলী আকবর, একে ফজলুল হক, সহকারি পরিচালক হিসাব ও নীরিক্ষা শওকত হোসেন, ইকবাল হোসেন, সেকশন অফিসার আবদুল কাইয়্যুম, জসিম উদ্দিন, শামীমা আক্তার, নাসির উদ্দিন, কাইছার আলমসহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২ শতাধিক কর্মকর্তা – কর্মচারি ও তাদের পরিবারের সদস্যগণ।

পাঠকের মতামত: