শাহীন মাহমুদ রাসেল :: অসময়ে ভারতের প্রখ্যাত শিল্পী নচিকেতার ‘ও ডাক্তার’ গানের বাস্তবতা দেখা মিলেছে পেশাগত চরিত্রে কক্সবাজারের এক দন্ত চিকৎকের। অথচ বৈশ্বিক করোনা পরিস্থিতিতে মানবিক এক পরিবেশ সর্বত্র। বলতে গেলে বাঘে মহিষে এক ঘাটে জল পানেও এখন আপত্তি নেই কারো। একদিকে করোনার কারণে মানুষ প্রাণভয়ে তটস্থ, অন্যদিকে আর্থিক সংকটে পড়ায় বেশিরভাগ মানুষই এখন দিশেহারা।
ভয়াল এই পরিস্থিতিতেও রীতিমতো অস্বাভাবিক ভিজিট ও বিভিন্ন কাজের বিনিময়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়েছে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালের দন্ত চিকিৎসক বিডিএস ডিগ্রীধারী ডা: মিম ইকবালের বিরোদ্ধে। তিনি ৩ হাজার টাকার একটি রুট ক্যানেল করাতে হাতিয়ে নিচ্ছেন দাঁত প্রতি ১৫ হাজার টাকা। অন্য দন্ত চিকিৎসক একটি এক্স-রে তে যেখানে ১৫০ টাকা নেন সেখানে তিনি আদায় করেন ৫০০ টাকা। এমবিবিএস চিকিৎসকে বিশ্বাস বেশী থাকায় দাঁতের ব্যাথায় কাতর রোগীরা এক প্রকার জিম্মি হয়ে মীম ইকবালের অনৈতিক দাবি মিটিয়ে সমস্যা সারাচ্ছেন বলে জানা গেছে।
রামু উপজেলার ফঁতেখারকুলের বাসিন্দা জুবাইদা বেগম বলেন, কয়েকমাস আগে দাঁতের ব্যথায় কাতর হয়ে ডাক্তার মিম ইকবালের শরণাপন্ন হই। তিনি দাঁতের অবস্থা দেখে তখন রুট ক্যানেল ও ক্যাপ করার পরামর্শ দিয়ে দাঁত প্রতি ৫ হাজার টাকা দাবী করেন। সেদিন অর্থিক সংকটের কারণে কোন রকম ব্যথা কমিয়ে ফিরে আসি। গত ৩১ মে তার দাবীকৃত টাকা জোগাড় করে পুনরায় গেলে দুটি এক্স-রে ও তার ফি বাবদ আমার কাছ থেকে দেড় হাজার টাকা নেন। পরে দাঁত প্রতি শুধু মাত্র রুট ক্যানেলের জন্য ১৫ হাজার টাকা দাবী করেন। অনেক আকুতি মিনতি করেও টাকা কম না নেওয়ায় চিকিৎসা না করিয়ে বাধ্য হয়ে চলে এসেছি। তবে আমার সামনে অন্য এক রোগীর কাছ থেকে ১৫ হাজার টাকা দাবী করে ৫ হাজার টাকা অগ্রিম নিয়ে রুট ক্যানেলের কাজ শুরু করেন। তার অরাজকতা দেখে হতবাক হয়ে গেছি এবং ভাবছি, সে ডাক্তার না কসাই।
বিভিন্ন ডেন্টাল চিকৎকের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি দাঁত রুট ক্যানেল করতে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া পাপ্লপেকটমি এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা, ব্যথামুক্ত দাঁত তোলা ২০০ থেকে ৫০০ টাকা, অস্থায়ী ফিলিং ৩০০ থেকে ৫০০ টাকা, স্থায়ী ফিলিং ৬০০ থেকে ৮০০ টাকা, লাইট কিউর ফিলিং ৮০০ টাকা, পোরসিলিন ক্যাপ, পোরসিলিং ব্রিজ, মোটলিক ব্রিজ, মেটলিক ক্যাপ দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা নেয়া হয়। কিন্তু সরকারি সঠিক নীতিমালা না থাকায় নিজেকে অন্যদের চেয়ে আলাদা দাবী করে এইসব মূল্যের চার পাঁচগুন বেশি টাকা আদায়ের রেকর্ড গড়েছেন মীম ইকবাল।
তবে বিডিএস ও বিসিএস ডিগ্রীধারী কক্সবাজার সদর হাসপালের দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: বশীর আহমেদ বলেন, উপরের উল্লেখিত মূল্য তালিকার ৫শ টাকা এদিক-ওদিক করে আমরা নি। কেউ যদি এইসব নিয়মের বাইরে গিয়ে কাউকে জিম্মি করে তার ইচ্ছেমতো টাকা আদায় করে এটি অত্যন্ত দুঃখজনক।
ডেন্টাল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আলম বলেন, রোগগ্রস্ত অবস্থায় মানুষ অসহায় দুর্বল থাকে। এই দুর্বল সময় চিকিৎসকই তার বড় অবলম্বন, বড় বন্ধু, অসহায়ের সহায়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, বর্তমানে পত্র-পত্রিকায় চিকিৎসার ওপর যেসব খবর প্রকাশিত হচ্ছে তা পড়ে গা শিউরে ওঠে। কেউ যদি রোগীর দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের অমানবিক অর্থ দাবী করে একজন চিকৎসক হিসেবে আমি লজ্জিত।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডা: মিম ইকবাল বলেন, আমি সবার চেয়ে আলাদা তাই রুট ক্যানেলের জন্য ১৫ হাজার টাকা নিচ্ছি। ডাক্তার বশীর ও অন্যদের ব্যাপারে দৃষ্টি আর্কষন করা হলে তিনি বলেন, কে কত নেয় তা আমার দেখার বিষয় না। আপনারা চাইলে দেড় হাজার টাকায়ও বাহির থেকে করাতে পারবেন। তাছাড়া করোনা পরিস্থিতিতে সবকিছুর দাম বাড়তি, আমি একটি মাস্ক ব্যবহার করি ১১শ টাকায়।
তবে কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বলেন, এটি মোটেও ঠিক নয়। এইসব ডাক্তার আর কিছু ক্লিনিকের বিরোদ্ধে অভিযোগের অন্ত নেই। করোনা ভাইরাসের কারণে সেদিকে নজর দেওয়া যাচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর এই সময়ে এই পরিমাণে ফি নেয়াটাও খুবই অমানবিক।
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: