ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

দক্ষতা অর্জনকে কাজে লাগিয়ে নারীদেরকে ঘুরে দাঁড়াতে হবে -উখিয়ায় ইউএনও

Pic Ukhiya 16-04-2017 (1)ফারুক আহমদ, উখিয়া ॥

নারীদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ গতকাল রবিবার উখিয়ার পাইন্যাশিয়া বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) আঞ্চলিক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রীতির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষাণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিন। বিজিএস হেড অফিসের প্রোগ্রাম ম্যানেজার, পাইংশৈ উ মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাসান উল্লাহ। বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যানেজার মো: দিদার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজিএসের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহিম। বক্তব্য রাখেন, এনজিও সংস্থা কোষ্টের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম, ম্যানেজার দেলোয়ার হোসেন, এনজিও সংস্থা এসডিআইয়ের ব্রাঞ্চ ম্যানেজার মো: কাউসার, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ। প্রশিক্ষাণার্থীদের আরেফা বেগম ও মায়মুনা খাতুন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, নারী সমাজ কে বাদ দিয়ে কোন অবস্থাতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই প্রশিক্ষণ প্রাপ্ত নারীদেরকে দক্ষতা অর্জন কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজেদেরকে অবদান রাখার পাশা-পাশি ঘুরে দাঁড়াতে হবে।

পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ ও সেলাই প্রশিক্ষণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রীতির সার্বিক ব্যবস্থাপনায় গ্রামের বেকার যুবতীদেরকে আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২৫ জন মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই, ফ্যাশন গার্মেন্টস সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিজিএসসের জেলা প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুর রহিম জানান, ইতিপূর্বে ৩টি ব্যাচে পর্যায়ক্রমে ৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পাশা-পাশি নারীদেরকে পারিবারিক জীবন, সামাজিক মূল্যবোধ, নারীর ক্ষতায়ন ও প্রাথমিক চিকিৎসা এবং হাস মুরগী পালনের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।

###########

উখিয়ায় আধুনিক কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠান ইউএনও

চাষীদের মান উন্নয়ন ও প্রযুক্তি ব্যবহারে প্রধান্য দিচ্ছে সরকার

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেছেন, কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও চাষীদের মান উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষিকে সমৃদ্ধ করতে বুরো চাষাবাদের সেচ যন্ত্রের বিদ্যুৎ ব্যবহারে এবং যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদেরকে সর্বোচ্চ ৭০% ভর্তুকি দেওয়া হচ্ছে।

গতকাল রবিবার উখিয়া কৃষি বিভাগের উদ্যোগে চাষীদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ (রাইচ রিফার) বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কথা গুলো বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের মাহমুদ।

উল্লেখ্য কৃষি মন্ত্রণালয়ের ভর্তুকি খামার যান্ত্রী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ২য় পর্যায়ের আওতায় ধান ও গম কাঁটার আধুনিক যন্ত্র চাষীদের মাঝে বিতরণ করা হয়।

পাঠকের মতামত: