ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

তীব্র গরমের পর ধেয়ে আসছে কালবৈশাখী

নিউজ ডেস্ক ::
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আগামীকাল বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দাবদাহ আরও দুইদিন অর্থাৎ ২৫ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর থেকে কমতে পারে তাপমাত্রা। ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশে বৃষ্টিসহ হতে পারে কালবৈশাখী ঝড়। আজ মঙ্গলবার (২৩ মার্চ) এসব তথ্য জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

তিনি বলেন, এ ছাড়া ঢাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরেকটু বাড়বে বলে জানান তিনি। এই তাপপ্রবাহ থাকতে পারে ২৫ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। তারপর ধীরে ধীরে কমবে তাপ। বিশেষ করে ভালো বৃষ্টি হতে পারে ২৭, ২৮, ২৯ মার্চ। সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড়ের। সারাদেশেই ঝড়বৃষ্টি হতে পারে কমবেশি।

পাঠকের মতামত: